Latest News:

Sunday, December 6, 2015

আপনার পাসওয়ার্ড দেয়া মোবাইলে কে উল্টা পাল্টা পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করেছে, এবার তাকে ধরে ফেলুন তাও এবার তার ফটো সহ।

আসসালামু আলাইকুম। সবাই ক্যামন আছেন ? মনেহয় ভালই আছেন। আমাকে ও আল্লাহ ভাল রেখেছেন, আলহামদুলিল্লাহ্‌।
এবার আসল বিষয়ে যাওয়া যাক, আমরা প্রত্যেকে নিজ নিজ মোবাইলে নিজের মতো করে পাসওয়ার্ড দিয়ে রাখি, দেখা জাই আমাদের আনেক বন্ধু বান্ধব বা কছের কেও সেই মোবাইল ভুলভাল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করে।
এবার কে খোলার চেষ্টা করেছিলো সেটা ধরে ফেলুন, হিডেন আই সফটওয়্যার টি আপনার মোবাইলে ইন্সটল করে রেখে। কি করে ইন্সটল করে রাখে পারবেন ?
প্রথমে সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিনঃ Hidden eye
তারপর ইন্সটল দিন, এবার এপপসটি ওপেন করুন, তখন নিচের এই ফটোর মতো দেখতে পারবেন।
এবার অন বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে রাখুন।
এবার অ্যাক্টিভ ডিভাইস এডমিনিসট্রাটর অ্যাক্টিভ করে রাখুন, আর কখনো ডিঅ্যাক্টিভ করবেন না।

এবার আপনার মোবাইল লক করুন, তারপর আপনি নিজেই ভুল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করুন, তারপর সঠিক পাসওয়ার্ড দিয়ে খুলুন দেখবেন, ফটো দেখাই দিচ্ছে কে ভুল পাসওয়ার্ড দিয়েছিল।
আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভাল লাগবে।
তাহলে আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে।

No comments:

Post a Comment

Copyright © 2014 MOBIL All Right Reserved
^