MOBIL

Latest News:

Thursday, January 7, 2016

২০ লক্ষ আইফোন ভাইরাসাক্রান্ত, থার্ড পার্টি অ্যাপসকে ‘না’ বলুন

মধ্যযুগের কবি বিপ্রদাস পিপলাইয়ের ‘মনসামঙ্গল’ কাব্যমতে অজান্তে ছিদ্র ছিল লখিন্দর-বেহুলার সুরক্ষিত বাসর ঘরেও, আর প্রাণঘাতী সাপটি প্রবেশ করেছিল সে পথেই! হ্যাকাররা সানাই না বাজালেও কথা কিন্তু ইতিমধ্যে চাউর হয়ে গেছে যে ছিদ্র আছে খোদ আইগডের (স্টিভেন পল জবস তথা স্টিভ জবস) আইওএস-তরীতেও!!
সম্প্রতি চিহ্নিত এই ভাইরাসের জেরে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর – ৬ মাসে ভাইরাসাক্রান্ত হয়েছে অন্তত ২০ লক্ষ আইফোনসহ অন্যান্য আইওএস অপারেটিংচালিত ডিভাইস। ফলে, এতোদিন নিশ্চিন্ত থাকলেও এবার সচেতন হতেই হচ্ছে আই-লাভারদের।
আইওএস-এর নিরাপত্তা নিয়েই আমাদের এবারের টেক সমাধান।
মনসামঙ্গল কাব্যানুসারে- পূজা প্রচারে অনীহা প্রকাশ করায় মনসা দেবীর অভিশাপে ঘরবাড়ি সব হারায় জনৈক চাঁদ সওদাগর। এসময় সারাদেশে দেখা দেয় সাপের উপদ্রব। চাঁদের ৬ পুত্রের ধারাবাহিক মৃত্যুর পর ঘোষণা আসে অবশিষ্ট শিশুপুত্র লখিন্দরকেও মরতে হবে সাপের কামড়েই, আর তা হবে ওই সন্তানের বিয়ের দিন।
এদিকে, যথাসময়ে লখিন্দর বিয়ের উপযুক্ত হলে কারিগর ডেকে লোহার ঘর তৈরী করায় চাঁদ সওদাগর। কিন্তু, মনসা দেবী স্বপ্নে এসে কারিগরদের নির্বংশ করার হুমকি দিয়ে বলে যায় তাতে ছিদ্র রাখতে। সেই ছিদ্র দিয়েই সাপ লখিন্দর-বেহুলার বাসর ঘরে প্রবেশ করে কাটে নতুন বরকে।
উল্লেখ্য, বগুড়া শহর থেকে ১০কিঃমিঃ উত্তরে এবং মহাস্থান গড় থেকে ২কিঃ মিঃ দক্ষিণে গোকুল গ্রামের দক্ষিন পশ্চিম প্রান্তে এই বাসর ঘর অবস্থিত।
পরে অবশ্য দেবতাদের সন্তুষ্ট করে মৃত লখিন্দরের জীবন ফিরিয়ে এনেছিল বেহুলা, সে গল্প হবে অন্য কোনো দিন। চলে আসি আইওএস’এর ছিদ্রান্বেষণে!
বিবিসি, ফোর্বস ও ফক্স ম্যাগাজিনের সংবাদ অনুযায়ী সনাক্তকৃত ম্যালওয়্যারটির নাম ‘এক্সকোডগোস্ট’ আর তা ছড়িয়েছে স্বয়ং অ্যাপল স্টোর থেকেই। বাহক হিসেবে অনেকগুলি অ্যাপের মধ্যে উল্লেখযোগ্য উইচ্যাট, মিউজিক অ্যাপ, ক্যামকার্ড এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় গেম এংরি বার্ড ইত্যাদি।
তারা আরও জানায় – দায় স্বীকার করে নিয়ে অ্যাপল তার নিজস্ব ওয়েবসাইটে উল্লেখ করেছে যে হ্যাকাররা অ্যাপল স্টোর হ্যাক করতে ‘না পারলেও’ আইওএসভিত্তিক অ্যাপ্লিকেশন এক্সকোড-কে আক্রান্ত করেছে এবং তা থেকে কিছু প্রোগ্রামেও ছড়িয়ে পড়েছে ম্যালওয়্যারটি।
এদিকে, বাজারে আগে থেকে প্রচলিত এন্টিভাইরাস কোম্পানিসমূহের আইওএসের জন্য বিশেষায়িত কোনো প্ল্যাটফর্ম না থাকলেও সম্প্রতি ধুম পড়েছে আইফোনের জন্য পৃথক এন্টিভাইরাস তৈরির। এ খাতে উল্লেখযোগ্য কোম্পানিসমূহের মধ্যে আছে ইন্টেগো, অ্যাভাস্ট, অ্যাভেইরা, ট্রেন্ড মাইক্রো ও নর্টন।
যেহেতু ম্যালওয়্যারটি একবার কোনো আইফোন, আইপ্যাড বা ম্যাকবুকে স্থান করে নিতে পারলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর সকল ফাইল তথা তথ্য পাঠাতে থাকে হ্যাকারের কাছে, তাই আইওএস-এর জন্য এন্টিভাইরাস এখন সময়েরই দাবি।
অবশ্য, অ্যাপলের পক্ষ থেকে ম্যালওয়্যারটি অপসারণে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করা হলেও সমসাময়িক ভাইরাসের গতি-প্রকৃতি পর্যবেক্ষণে আমাদের পরামর্শ এই যে আপাতত কিছুদিন কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করে কেবল সরাসরি অ্যাপল উদ্ভাবিত অ্যাপ্লিকেশন (যেসব অ্যাপ-এর নিচে প্রোভাইডার হিসেবে ‘অ্যাপল’ দেয়া আছে) ব্যবহার করুন। এছাড়াও, সব সময়ের জন্য কোনো একটি অ্যাপ ইনস্টল করার আগে তার সাম্প্রতিক রিভিউগুলো লক্ষ্য করুন।
সেই সাথে মনে রাখবেন পাবলিক ওয়াইফাই-তে সংযুক্ত হতে অবশ্যই ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করতে হবে এবং বাড়তি কিছুটা নেট খরচ হলেও মোবাইল বা পিসি আপডেটেড থাকলে রক্ষা পাওয়া যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে (তবে, ভ্রমণে থাকাকালীন বা বাইরে যেখানে সেখানে ফ্রি ওয়াইফাই দিয়ে কখনোই কোনো সফটওয়্যার আপডেট করতে যাবেন না)।

Friday, December 18, 2015

২ মেগাবাইটের ছোট্ট একটি অ্যাপ দিয়েই নিজেই যেকোন সিমের কাস্টমার ম্যানেজার হয়ে যান।কি বিশ্বাস হচ্ছে না?তাহলে একবার অন্তত ট্রাই করুন।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি

আমি সব সময় চেস্টা করি সবাইকে ভাল কিছু দেবার।তেমনি আজকেও নিয়ে আসলাম অসাধারণ একটি অ্যাপ।টাইটেল দেখে হয়তো অনেকেই এতোক্ষনে বুঝে গেছেন।তাও বলি আমরা অনেকেই বিভিন্ন কম্পানির সিম ব্যবহার করে থাকি কিন্তু একসাথে সব সিমের,অফার,নাম্বার,কল হিস্টোরি,লাস্ট রিচার্জ,এফ এন এফ সহ সব ডিটেইল কি মনে রাখা সম্ভব বলুন।কিন্তু আমি যে অ্যাপ নিয়ে আসছি তা দিয়ে আপনি একই পরিসরে সব কিছু জানতে পারবেন।তার জন্য আলাদা করে সিম চেইঞ্জ করতে হবে না।
এছারাও কম্পানি গুলোর অফিসিয়াল ওয়েব সাইট ভিজিট করতে পারবেন।
সবচেয়ে বড় কথা এমন ধরনের অ্যাপ অনেক পাওয়া যায় কিন্তু আমি বেস্টটায় নিয়ে আসছি আপনাদের জন্য।

তাই আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন কাজের এই অ্যাপটি।
অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।

ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যবহার করবেন।


Thursday, December 17, 2015

২০১৫ সালের সেড়া মোবাইল

২০১৫ সালের সেরা প্রযুক্তিপণ্যের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পকেট-লিন্ট। সম্প্রতি লন্ডনে ‘ইই পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ডস’ নামের একটি অনুষ্ঠানে বর্ষসেরা কয়েকটি প্রযুক্তিপণ্যের ঘোষণা দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটটির কর্তৃপক্ষ। এতে বর্ষ সেরা স্মার্টফোন এর খেতাব জিতেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৬ এজ।
পাশাপাশি বাঁকানো ডিসপ্লের এই ফোনটি কেবল বর্ষসেরা প্রযুক্তিপণ্যের খেতাব জেতেনি, একই সঙ্গে ‘প্রেস্টিজিয়াস গ্যাজেট অব দ্য ইয়ারের’ পুরস্কারও জিতেছে।
বর্ষসেরা প্রযুক্তিপণ্যের



বিচারকদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেস পত্রিকার প্রযুক্তি​​বিষয়ক সম্পাদক ডেভিড স্নেলিং। গ্যালাক্সি এস ৬ এজকে বর্ষসেরা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘এর নকশা চমৎকার। স্যামসাং এ বছর তার ঝুলি থেকে চমৎকার এ ফোনটি বের করেছে।’ বর্ষসেরা স্মার্টফোনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের আইফোন ৬ এস।
স্মার্টফোন বিভাগে সেরা না হলেও টু-ইন ওয়ান বা ট্যাব ও পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য বিভাগের সেরা হয়েছে অ্যাপল। আইপ্যাড মিনি ৪ ও অ্যাপল ওয়াচের জন্য পকেট-লিন্টের তালিকায় বর্ষসেরা হয়েছে অ্যাপল।
অন্যান্য বিভাগের বিজয়ীদের মধ্যে রয়েছে এলজি, লেইকা, ব্যাং অ্যান্ড ওলুফসেন, অ্যামাজন ফায়ার টিভি। পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট মাইলস বলেন, ‘প্রযুক্তি শিল্প ঠিক কি ভাবছে সে বিষয়ে পকেট-লিন্ট পুরস্কারটি সবসময় চমৎকার নির্ণায়ক হিসেবে কাজ করে।’

সেরা স্মার্টফোন

কনফিগারেশন মূলত নির্ভর করে আপনি কোন ধরনের ও দামের স্মার্টফোন কিনছেন সেটির উপর। ফোনটি কেনার আগে কনফিগারেশনটি ভালো ভাবে যাচাই করে বুঝে নিতে হবে। মনে রাখতে হবে দেখতে একই রকম হলেই ফোনটি আসল নাও হতে পারে।
বর্তমানে বাজারে অনেক কপি ফোন পাওয়া যায়। সেগুলো দেখতে ব্র্যান্ডের মত হলেও কনফিগারেশনে ঝামেলা থাকে। তাই মডেল একই হলেও ফোনের মধ্যে বাস্তবে কনফিগারেশন কেমন তা যাচাই করে নিতে হবে

 

Nokia নিয়ে আসছে DSLR এন্ড্রয়েড স্মার্টফোন - কাঁপানো 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6GB Ram

Nokia নিয়ে আসছে DSLR কাঁপানো 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6GB Ram সহ এন্ড্রয়েড স্মার্টফোন!! চলুন এবার দেখে নিন ফোনটির অসাধারন ছবি, সকল কনফিগারেশন, দাম..
Nokia McLaren Overview:
We have good news for all Nokia fans. Today we present you the Nokia Mclaren, one of the most exciting new Nokia Smartphones with 50MP Pureview Camera and and 6GB RAM…
Nokia’s Comeback 2016 will be soon and we are very much looking forward to phones like the Nokia McLaren, or Nokia Lumia 1030 with 5.5″ FHD, 6GB RAM and 50MP Pureview! Ever since, Microsoft has removed the brand “Nokia”out of their mobile devices and started to sell under their name only, movement has many Nokia fans were disappointed. However, it is going to end soon since we have heard about Nokia comeback in 2016 quite frequently these days, which means we will see Nokia name on smartphones soon. But the purpose of this article is not to discuss about either Microsoft purchase or Nokia comeback. The main subject of this article is a very cool smartphone called Nokia McLaren withfirst Nokia phones in 2016 with Zeiss Sensor.

Nokia McLaren Full Specification


NETWORK
2G Network _ GSM 850 / 900 / 1800 / 1900
3G Network _ HSDPA 850 / 900 / 1900 / 2100, CDMA2000 1xEV-DO
4G Network _ LTE band 1(2100), 2(1900), 3(1800), 4(1700/2100), 5(850), 7(2600), 8(900), 13(700), 17(700), 20(800), LTE band 1(2100), 2(1900), 3(1800), 4(1700/2100), 5(850), 7(2600), 8(900), 17(700), 20(800), LTE b
Announced _ 2015
Release Date _ Release 2016, March

DISPLAY
Type _ IPS LCD Capacitive touch screen 16 million colors, multi touch up to 10 fingers with Scratch-resist
Size _ 5.5 Inches 1440 x 2560 pixels,

SOUND
Alert Type _ Vibration; MP3, WAV ringtones,
Speakerphone _ Yes

MEMORY
Storage _ 64GB Storage, 6 GB RAM ans expendable up to 128 GB via microSD Card

DATA
GPRS _ up to 107 KB per second Nano SIM
EDGE _ up to 596 KB per second,
Speed _ HSDPA, 42 Mbps; HSDPA, 42 Mbps; HSUPA, 5.8 Mbps; LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL
WLAN _ Wi-Fi 802.11 a/b/g/n, dual-band, DLNA, Wi-Fi hotspot
BlueTooth _ Bluetooth v4.1, A2DP, USB v2.0
USB _ Yes, microUSB v2.0, USB On-the-go

CAMERA
Primary _ 50 MP, 5520 х 4041 pixels, autofocus, LED flash, 1/2.3 sensor size, ISO 12,800, geo-tagging, touch focus, face detection, image stabilization, HDR, panorama
Video _ 2160px30fps, 1080px60fps, 720px120fps, HDR
Secondary _ 13MP, 2160px30fps Front camera

FEATURES
Operating System (OS) _ Android OS, v6.0 (marshmallow)
Processor _ Qualcomm Snapdragon 820 SoC, Quad-core 1.7 GHz Cortex-A53 & Quad-core 2.2 GHz Cortex-A57, Adreno 530
Messaging _ Email, Push Mail, IM, RSS
Browser _ HTML5
Games _ Yes + Downloadable
Colors _ Black, White,Silver
GPS _ Yes,
Other _ Other Features
HTML Browser, GPS with AGP support, threaded view SMS, MMS, Email, Push Mail, Scratch-resistant glass back panel, Active noise cancellation with dedicated mic, iCloud cloud service, Twitter and Facebook integration, Maps, Audio and video player, Photo viewer and editor, Voice memo, TV-out, Document viewer, Predictive text input.

BATTERY
Battery _ Non-removable Li-Ion 4000 mAH battery


Sunday, December 6, 2015

আপনার পাসওয়ার্ড দেয়া মোবাইলে কে উল্টা পাল্টা পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করেছে, এবার তাকে ধরে ফেলুন তাও এবার তার ফটো সহ।

আসসালামু আলাইকুম। সবাই ক্যামন আছেন ? মনেহয় ভালই আছেন। আমাকে ও আল্লাহ ভাল রেখেছেন, আলহামদুলিল্লাহ্‌।
এবার আসল বিষয়ে যাওয়া যাক, আমরা প্রত্যেকে নিজ নিজ মোবাইলে নিজের মতো করে পাসওয়ার্ড দিয়ে রাখি, দেখা জাই আমাদের আনেক বন্ধু বান্ধব বা কছের কেও সেই মোবাইল ভুলভাল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করে।
এবার কে খোলার চেষ্টা করেছিলো সেটা ধরে ফেলুন, হিডেন আই সফটওয়্যার টি আপনার মোবাইলে ইন্সটল করে রেখে। কি করে ইন্সটল করে রাখে পারবেন ?
প্রথমে সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিনঃ Hidden eye
তারপর ইন্সটল দিন, এবার এপপসটি ওপেন করুন, তখন নিচের এই ফটোর মতো দেখতে পারবেন।
এবার অন বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে রাখুন।
এবার অ্যাক্টিভ ডিভাইস এডমিনিসট্রাটর অ্যাক্টিভ করে রাখুন, আর কখনো ডিঅ্যাক্টিভ করবেন না।

এবার আপনার মোবাইল লক করুন, তারপর আপনি নিজেই ভুল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করুন, তারপর সঠিক পাসওয়ার্ড দিয়ে খুলুন দেখবেন, ফটো দেখাই দিচ্ছে কে ভুল পাসওয়ার্ড দিয়েছিল।
আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভাল লাগবে।
তাহলে আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে।

Saturday, December 5, 2015

[Android]2.72$ মূল্যের মিউজিক প্লেয়ার শুধু মাত্র আপনার জন্যই।এইটা ইউজ করলে অন্য সব প্লেয়ারের কথা ভূলে যাবেন মাস্ট।



আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি।



আজ আবারো নিয়ে আসলাম অসাধারন একটি মিউজিক প্লেয়ার।এইটা ব্যবহার করলে আগের সব মিউজিক প্লেয়ারের কথা ভুলে যাবেন আমি সিউর।অ্যাপটি দুই ভার্সন পাওয়া যায়।একটা ফ্রি আর একটা পেইদ।তবে হ্যা আমি কিন্তু পেইড ভার্সনটায় দিবো।



চলুন দেখে নেয়া যাক অ্যাপটির সংখিপ্ত রিভিউ।

  • অ্যাপ নেম-

    Just Music Player Pro

  • মূল্য-2.72$
- Top Charts by Genres with share option
- Immaculate quality
- Global music search
- Stunning sound
- Create own playlist
- Set up sound using an equalizer
- Displayed Lyrics on screen
- Online Walkman
- Equalizer controls
- Change theme art and skins
- Stream new tracks with lyrics on screen.
Enjoy your favorite artists with high sound.
All-stars cast is provided.
এছাড়াও আরো অনেক সুবিধা পাবেন অ্যাপে।তো দেরি কেন এখনি ডাউনোড করে নেই অ্যাপটি।




Copyright © 2014 MOBIL All Right Reserved
^